• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

  • ''
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৪

 

অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদশের মেয়েরা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ করে লঙ্কানরা। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রাশমি নেথরানজালি। বাংলাদেশের পক্ষে রাবেয়া এবং নিশি তিনটি করে উইকেট লাভ করেন।

ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেথরানজালি। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রাবেয়া এবং নিশিতা আক্তার।
রান তাড়ায় সাবলীল ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস।

এছাড়া তিনে নামা ইভা ৩৫ বলে ২৭ রান করেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইরা। ২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে দারুণ এক জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads